kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক   

১৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঊর্ধ্বমুখী পুঁজিবাজার

শেয়ার কেনার চাপ থাকায় পুঁজিবাজার ঊর্ধ্বমুখী অবস্থা ধরে রেখেছে। প্রতিদিন শেয়ার কেনার চাপ বাড়ায় অব্যাহতভাবে বাড়ছে সূচক ও লেনদেন। সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১৪৭ কোটি ২৫ লাখ টাকা আর সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকা আর সূচক বেড়েছিল ৮ পয়েন্ট। সেই হিসাবে সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেন শুরুর পর শেয়ার কেনার চাপ থাকলেও হঠাৎ বিক্রির চাপ বেড়ে যাওয়ায় সকাল সাড়ে ১১টা পর্যন্ত সূচক হ্রাস পায়। এই সময়ের পর আবারও কেনার চাপ বাড়লে সূচক ঊর্ধ্বমুখী হয়। দিনশেষে সূচক দাঁড়িয়েছে ৫১১৬ পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ২ পয়েন্ট বেড়ে ১৭৬৪ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ১ দশমিক ৭৩ কমে ১১৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩৫৬ কম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ১২০টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। বুধবার সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৮ লাখ টাকা আর সূচক বেড়েছে ২৯ পয়েন্ট। লেনদেন হওয়া ২৮২ কম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৯০টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির। আগের দিন লেনদেন হয় ২৬ কোটি ১২ লাখ টাকা।

মন্তব্যসাতদিনের সেরা