kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

বিবিএস কেবলস

তিন বছর পর বড় জরিমানা

নিজস্ব প্রতিবেদক   

১৪ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন প্রমাণিত হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস লিমিটেড বড় জরিমানার কবলে পড়েছে। কম্পানিটির চেয়ারম্যানের স্ত্রী, এমডি, এমডির ভাইসহ আরো কয়েকজন বিনিয়োগকারীকে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে বিবিএস কেবলসের শেয়ার কারসাজির ঘটনায় আট কোটি টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। ২০১৯ সালের ২২ আগস্ট বিবিএস কেবলসের অস্বাভাবিক শেয়ার লেনদেনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই জরিমানা করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা