kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

সিলেটে বিমান অফিসের সামনে প্রবাসীদের বিক্ষোভ

সিলেট অফিস   

১৩ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটে বিমান অফিসের সামনে প্রবাসীদের বিক্ষোভ

টিকিট কনফার্ম করতে না পেরে সিলেট অফিসের সামনে আটকে পড়া দুবাই প্রবাসীদের বিক্ষোভ। ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশে বিমানের আসন সংকটের কারণে সিলেটে আটকা পড়া দুবাইপ্রবাসীরা গতকাল বুধবার বাংলাদেশ বিমানের সিলেট অফিসের সামনে বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা আম্বরখানা-বিমানবন্দর সড়কও অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।

জানা যায়, গতকাল সকাল থেকেই সিলেটের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দুবাইপ্রবাসীরা বিমান অফিসে ভিড় করতে থাকেন। এ সময় বিমান কর্তৃপক্ষ আগামী ৩০ তারিখ পর্যন্ত বিমানের কোনো সিট খালি নেই বললে বিক্ষোভ শুরু করেন প্রবাসীরা। সকাল সাড়ে ১১টার দিকে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন তাঁরা। প্রবাসীরা অভিযোগ করেন, করোনাভাইরাসের আগে রিটার্ন টিকিটসহ দেশে ফিরলেও বর্তমানে তাঁরা আবার দুবাই ফিরতে পারছেন না। কারণ বিমান অফিস বলছে, আগামী ৩০ আগস্ট পর্যন্ত কোনো সিট খালি নেই। অথচ এজেন্সির মাধ্যমে গেলে বেশি টাকায় টিকিট মিলছে।

বিমান সিলেট জেলার ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, ‘আগামী ৩০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই আসন খালি নেই। যে কারণে টিকিট কনফার্ম করা যাচ্ছে না।’

মন্তব্যসাতদিনের সেরা