kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

আমদানি-রপ্তানি বন্ধ হিলি স্থলবন্দরে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি   

১২ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী ও ভারতীয় ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে গতকাল মঙ্গলবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী ও ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অশোক আগরওয়ালের মৃত্যুতে ভারতীয় ব্যবসায়ীরা আজ (গতকাল) হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়। বিষয়টি একটি পত্রের মাধ্যমে আমাদের সংগঠনকে জানানো হয়। ফলে সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল (আজ) থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।’

মন্তব্যসাতদিনের সেরা