kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

বড় অঙ্কের বাজেট ঘাটতিতে উপসাগরীয় দেশগুলো

বাণিজ্য ডেস্ক   

১২ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবড় অঙ্কের বাজেট ঘাটতিতে উপসাগরীয় দেশগুলো

অর্থনীতিতে করোনা মহামারির ধাক্কা এবং তেলের দরপতনে রাজস্ব ঘাটতিতে ভুগছে উপসাগরীয় দেশগুলো। রেটিং এজেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি) জানায়, ২০২৩ সাল পর্যন্ত তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর বাজেট ঘাটতি দাঁড়াবে ৪৯০ বিলিয়ন ডলার। দেশগুলোতে শুধু এ বছরই বাজেট ঘাটতি হবে ১৮০ বিলিয়ন ডলার। উপসাগরীয় এই দেশগুলো হচ্ছে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এসঅ্যান্ডপি জানায়, এ বছর তেলের দাম থাকবে গড়ে প্রতি ব্যারেল ৩০ ডলার। ২০২২ সাল নাগাদ তা বেড়ে হবে ৫৫ ডলার। সংস্থার মতে, ২০২০ সালে উপসাগরীয় দেশগুলোর সরকারি ঋণ বেড়ে হবে রেকর্ড প্রায় ১০০ বিলিয়ন ডলার। এই দেশগুলোর রাজস্ব আয়ের বেশির ভাগ আসে জ্বালানি তেল থেকে। কিন্তু করোনা মহামারিতে ব্যাপকভাবে কমেছে তেলের চাহিদা। ফলে দাম কমে দুই দশকে সর্বনিম্ন হয়। যদিও পরবর্তী সময়ে দাম কিছুটা পুনরুদ্ধার হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে এই বছর উপসাগরীয় ছয় দেশ তেল থেকে রাজস্ব হারাবে প্রায় ২০০ বিলিয়ন ডলার। দেশগুলোর অর্থনীতি সংকোচিত হবে ৭.১ শতাংশ, যা চার দশকের মধ্যে সর্বনিম্ন। এসঅ্যান্ডপি জানায়, উপসাগরীয় দেশগুলোর মোট বাজেট ঘাটতির ৫৫ শতাংশই হবে সৌদি আরবের। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা