kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

একসঙ্গে দুই বছরের হিসাব প্রকাশ করল বিডি ওয়েল্ডিং

নিজস্ব প্রতিবেদক   

১১ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ওয়েল্ডিং ২০১৮ ও ২০১৯ সালের সমাপ্ত আর্থিক বছরের হিসাব শেষে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৮ সালে কোনো লভ্যাংশ না দিলেও ২০১৯ সালে ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে। লভ্যাংশের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদনে দুই বছরের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর। ওই দিন সকাল সাড়ে ১১টায় ২০১৮ সালের ও দুপুর ১২টায় ২০১৯ সালের এজিএম অনুষ্ঠিত হবে। কম্পানিটির ঘোষণা করা লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট।

মন্তব্য