kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

এক লাখ মানুষকে খাবার দিল শক্তি ফাউন্ডেশন

বাণিজ্য ডেস্ক   

৬ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক লাখ মানুষকে খাবার দিল শক্তি ফাউন্ডেশন

খাবার বিতরণ করছেন শক্তি ফাউন্ডেশনের কর্মীরা

শক্তি ফাউন্ডেশনের কর্মীদের ঈদের বোনাসের একটি অংশ ও ফাউন্ডেশনের নিজস্ব তহবিলসহ বিভিন্ন মহৎ ব্যক্তির অনুদানের সমন্বয়ে গড়ে ওঠা তহবিল দিয়ে এবার কোরবানির ঈদে এক লাখ ক্ষুধার্ত লোককে খাবার দেওয়া হয়। ‘এক লক্ষ আহার, এক লক্ষ হাসি’ এ স্লোগানে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে প্রচার সহযোগিতায় ছিল রবি টেলিকম। গত ৩ আগস্ট সারা দেশে শক্তি ফাউন্ডেশনের ৩৯৬টি শাখার কর্ম এলাকায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে এতিমখানা, প্রতিবন্ধী শিশুদের আশ্রম, বৃদ্ধাশ্রম এবং অসহায় নারীদের আশ্রমে খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

এ ছাড়া চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত টাঙ্গাইল, গাজীপুর, জামালপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, পাবনা, সিলেট, সুনামগঞ্জসহ শক্তির বিভিন্ন শাখা অফিসের কর্ম এলাকায় বন্যাদুর্গতদের মাঝে এই কর্মসূচি পালন করা হয়। বাদ পড়েনি এলাকার অতিদরিদ্র ও করোনার কারণে উপার্জনহীন হয়ে পড়া মানুষও।

মন্তব্যসাতদিনের সেরা