kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

বেনাপোলে ভারত থেকে এলো ৫০ কনটেইনার পণ্য

বেনাপোল প্রতিনিধি   

২৮ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ-ভারত বাণিজ্যে শুরু হলো মাল্টিমোডাল সাইটডোর কনটেইনার ট্রেনের মাধ্যমে পণ্য আমদানি। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন আমদানিকারকের ৫০টি কনটেইনারে ৬৪০ মেট্রিক টন পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে ভারতের প্রথম কার্গো ট্রেন। করোনার মধ্যে এর আগে প্রথম পার্সেল ট্রেন এসেছিল ৩৮৪ টন শুকনা মরিচ নিয়ে। এ ছাড়া অন্যান্য ট্রেনে পেঁয়াজসহ খাদ্যসামগ্রী আসছে সাধারণ মালবাহী ট্রেনে। এবার কার্গো ট্রেন বেনাপোল বন্দরে এসেছে পিঅ্যান্ডজি বাংলাদেশ লিমিটেডসহ আটটি কম্পানির পণ্য নিয়ে। কলকাতার মমিনপুর থেকে গত শুক্রবার ট্রেনটি বেনাপোলের উদ্দেশে ছেড়ে এসে গত রবিবার দুপুর ১২টার দিকে স্টেশনে এসে পৌঁছায়। পরে স্টেশন থেকে ট্রেনটি বন্দর এলাকায় নিয়ে যাওয়া হয়। নতুন এই বাণিজ্যিক সূচনার উদ্বোধন করেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম, যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম, বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল, উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন।

মন্তব্য