kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

এটিবি নিয়ে আলোচনা

বিকল্প বিনিয়োগের সুযোগ বাড়বে

নিজস্ব প্রতিবেদক   

১৬ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পণ্যের বৈচিত্র্য আনছে। অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড বিধিমালার আওতায় অতালিকাভুক্ত কম্পানির শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, সুকুক, বেমেয়াদি মিউচুয়াল ফান্ড এবং বিকল্প বিনিয়োগ তহবিল নির্ধারিত শর্ত সাপেক্ষে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই বোর্ড চালু হলে বিনিয়োগকারীর বিকল্প বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। পণ্যের বৈচিত্র্যও আসবে। গত মঙ্গলবার বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) ও ডিএসই ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত ‘বিকল্প ট্রেডিং বোর্ডের (এটিবি) কার্যক্রম ও সম্ভাবনা’ শীর্ষক এক অনলাইন ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ইস্যুয়ার কম্পানি এবং সিডিবিএলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ট্রেনিং প্রগ্রামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদার।

মন্তব্যসাতদিনের সেরা