kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

বেড়েছে সব ধরনের সবজির দাম

আমতলী (বরগুনা) প্রতিনিধি   

১৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবরগুনার আমতলীতে বেশ কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নষ্ট হয়েছে উপজেলার শত শত হেক্টর জমির বিভিন্ন জাতের সবজি। এতে বাজারে সবজি সরবরাহ কম থাকায় এর প্রভাব পড়তে শুরু করেছে উপজেলার বিভিন্ন হাট-বাজারের সবজির দোকানগুলোতে। ফলে দিন দিন বেড়েই চলছে সবজির দাম। করোনায় কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের সাধারণ মানুষগুলো এখন সবজি কিনতে হিমশিম খাচ্ছেন। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। ৪০ টাকার কাঁচা মরিচের দাম বেড়ে হয়েছে ১৮০ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার অজুহাতে সব সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। গতকাল পৌর শহরসহ উপজেলার বেশ কয়েকটি ছোট-বড় হাট-বাজার ঘুরে দেখা গেছে, ৩০ টাকার প্রতি কেজি পটোল ৫০ টাকা, ৪০ টাকার চিচিঙ্গা (ঝিঙ্গা) ৬০ টাকা, ৫০ টাকার কাঁকরোল ৮০ টাকা, ৩০ টাকার করলা ৫০ টাকা, ৪০ টাকার বেগুন ৬০ টাকা, ৪০ টাকার ঢেঁড়স ৬০ টাকা, ৫০ টাকার বরবটি ৭০ টাকা, ৩০ টাকার শসা ৫০ টাকা, ৪০ টাকার ওলকচু ৬০ টাকা, ৫০ টাকার করল্লা ৮০ টাকা ও ২০ টাকার মিষ্টি কুমড়ার কেজি এখন ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা