kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

‘অথবা ডটকমে’ কোরবানির পশু

বাণিজ্য ডেস্ক   

১৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে গ্রাহকের জন্য ‘অনলাইন কোরবানি মেলা’ চালু করেছে ই-কমার্স সাইট ‘অথবা ডটকম’ (www.othoba.com)। ক্রেতারা তাঁদের পছন্দ অনুযায়ী কোরবানির পশু অর্ডার করলে নির্দিষ্ট সময়ে তা পৌঁছে দেবে অথবা ডটকম।

কোরবানির পশুর জন্য অথবা ডটকমের সাইটে ১২ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত অর্ডার করা যাবে। এ ছাড়া অথবা ডটকমের হেল্প লাইন ০৯৬১৩৮০০৮০০ ফোন করেও কোরবানির পশুর অর্ডার করা যাবে।

অথবা ডটকমের হেড অব বিজনেস মাহমুদুল হক উল্লাস বলেন, ‘করোনাভাইরাসের সময়ে যাঁরা ভিড় ঠেলে দরদাম করে হাট থেকে পশু কিনে আনার ঝামেলা থেকে দূরে থাকতে চান, তাঁদের স্বস্তি দিতে আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। এটি শুধু ঢাকার ক্রেতাদের জন্য প্রযোজ্য।’

মন্তব্যসাতদিনের সেরা