kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

সংক্ষিপ্ত

ডিজিটাল হাট থেকে গরু কিনে দান করলেন পলক

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডিজিটাল হাট থেকে গরু কিনে দান করলেন পলক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অনলাইনেই কিনতে পারবেন পছন্দসই কোরবানির পশু। চলমান বৈশ্বিক দুর্যোগের কারণে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সমন্বয়ে গতকাল অনলাইনে উদ্বোধন করা হয়েছে ডিএনসিসি ডিজিটাল হাট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক অনুষ্ঠান শেষে অনলাইনে প্রথম এক লাখ টাকায় একটি গরু কেনেন। পরে তিনি সেটি ই-ক্যাবের মানবিক উদ্যোগ ‘মানবসেবা.কমে’ দান করে দেন। তিনি প্রতিষ্ঠানটির জনকল্যাণমূলক কাজের প্রশংসা করে বলেন, ‘দেশের এ পরিস্থিতির শুরু থেকেই গরিব, অসহায়, কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মানবসেবা নামের প্রতিষ্ঠানটি। ডিজিটাল এই হাটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

মন্তব্যসাতদিনের সেরা