kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

রংপুরে ৯টি অনলাইন পশুর হাট চালু

রংপুর অফিস   

১০ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকোরবানির ঈদকে ঘিরে রংপুরে অনলাইনে ৯টি পশুর হাট চালু হয়েছে। গত বুধবার জেলা প্রাণিসম্পদ অফিস ‘পশুর হাট’ নামে একটি অনলাইন পেজ খুলে এই হাট চালু করেছে। অনলাইন পেজে খামারিদের পশুর ছবিসহ বিভিন্ন তথ্য রয়েছে। এই অনলাইন পশুর হাটে ব্যাপক সারা পাওয়া যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট দপ্তর।

জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, রংপুরের আট উপজেলায় আটটি এবং জেলায় একটি অনলাইন পশুর হাট বসানো হয়েছে। এই অনলাইন পেজের মাধ্যমে ক্রেতারা সহজেই গরু ক্রয় করতে পারবে। হাট নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। রংপুরসহ দেশের অন্যান্য স্থানেও গরু পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। পশু পৌঁছে দেওয়ার বিষয়ে রেল বিভাগের সঙ্গে যোগাযোগ করছে প্রাণিসম্পদ বিভাগ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খন্দকার শাহ জালাল বলেন, ‘অনলাইন পশুর হাটের সফলতার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনলাইন হাটের মাধ্যমে অনেকই কোরবানির পশু কিনবে।’

 

মন্তব্যসাতদিনের সেরা