kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

বাটার মুনাফা কমেছে

শেয়ারহোল্ডারদের চূড়ান্ত লভ্যাংশ দেয়নি

নিজস্ব প্রতিবেদক   

১০ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কম্পানি বাটা শু কম্পানির মুনাফা কমেছে। ২০১৯ সালের আর্থিক হিসাবে কম্পানিটির মুনাফা হ্রাস পেয়েছে। শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে যাওয়ায় বছর শেষে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেনি কম্পানিটি।

মুনাফা কমার বিষয়ে কম্পানিটি বলছে, করোনার কারণে ব্যবসা কমে যাওয়ায় চূড়ান্তভাবে লভ্যাংশ ঘোষণা করতে পারেনি। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনায় প্রায় দুই মাস লকডাউনে থাকায় কোনো আউটলেট খুলতে পারেনি বাটা।

গতকাল বৃহস্পতিবার আর্থিক হিসাব প্রকাশ করেছে কম্পানিটি। বাটা শুর আর্থিক হিসাব অনুযায়ী, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬.১১ টাকা। সেই হিসাবে কম্পানিটির আয় হয়েছে ৪৯ কোটি ৩৯ লাখ টাকা। আগের বছর কম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৭২.২০ টাকা বা ৯৮ কোটি ৭৬ লাখ টাকা। সেই হিসাবে কম্পানিটির মুনাফা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

২০১৯ সালের চূড়ান্ত হিসাবে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। যদিও অন্তর্বর্তীকালীন ১২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

কম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৬৮.৬৬ টাকা। রেকর্ড ডে আগামী ২৯ জুলাই নির্ধারণ করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা