kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

চুনারুঘাটে মিনি চায়নিজ ব্যবসায় ধস

জাহাঙ্গীর আলম, চুনারুঘাট (হবিগঞ্জ)   

৯ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনা পরিস্থিতিতে হবিগঞ্জের চুনারুঘাট এখন পর্যটকশূন্য। ফলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাগুলো লোকসানে পড়েছে। যদিও সারা বছরই সেখানে বহু পর্যটক উপস্থিত থাকেন। তাঁদের সুবিধার্থে স্থানীয় উদ্যোক্তারা গড়ে তোলেন ফাস্ট ফুড ও মিনি চায়নিজ প্রতিষ্ঠান। ফলে অনেকের কর্মসংস্থানও সৃষ্টি হয়। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে চুনারুঘাট উত্তর বাজারে লন্ডন স্পাইসি মিনি চায়নিজ, আমতলী বাজারে ফুডবাজ, চন্দনায় সিএফসি মিনি চায়নিজ, বিডি ফিজা কিং মিনি চায়নিজ ও উপজেলা গেটে এক কাপ চা ও ফাস্ট ফুড। ব্যবসা ভালোই চলছিল।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা দেশের সর্ববৃহৎ জাতীয় উদ্যান সাথছড়ি, রেমা কালেঙ্গাসহ ২৪টি চা বাগানবেষ্টিত। রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া বাংলো। ভারতঘেঁষা বিশাল সীমান্ত এলাকা, সাদা পদ্মের লেক, পরির বিলসহ অসংখ্য ছোট-বড় লেক। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজার হাজার পর্যটক সেখানে ভিড় করতেন। তরুণ উদ্যোক্তা সাদাত তালুকদার বলেন, লেখাপড়ার পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ার বিভিন্ন হোটেলে খণ্ডকালীন চাকরি করেছেন। তখন থেকে স্বপ্ন দেখতেন জন্মভূমিতে হোটেল ব্যবসা করবেন এবং সেটা সারা দেশে ছড়িয়ে পড়বে। তাঁর প্রতিষ্ঠান এক কাপ চা অ্যান্ড ফাস্ট ফুড উদ্বোধন হয় ২৩ মার্চ। উদ্বোধনের পর লকডাউনে পড়ে যায়।

মন্তব্যসাতদিনের সেরা