kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

পুঁজিবাজারে পূর্ণ লেনদেনে শেয়ার কেনায় বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক   

৯ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে১১২ দিন পর পূর্ণকালীন লেনদেনে ফিরেছে পুঁজিবাজার। করোনাভাইরাসের কারণে পতন ঠেকাতে ও ব্যাংক খোলার সময় কমে যাওয়ায় পুঁজিবাজারের লেনদেন কমানো হয়। তবে করোনার প্রকোপ কমতে থাকায় ব্যাংক খোলা রাখার সময় বেড়েছে। গতকাল পূর্ণ সময়ের জন্য চার ঘণ্টা লেনদেন হয়েছে। লেনদেনের সময় বাড়ানোয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার কেনার পরিমাণ বাড়ার সঙ্গে সূচক ও লেনদেনেও উত্থান হয়েছে। মূল্যবৃদ্ধি পাওয়া কম্পানির সংখ্যাও বেড়েছে। ডিএসইতে বাজার মূলধন বেড়েছে এক হাজার ২২৩ কোটি ৩৩ লাখ টাকা।

ডিএসইর তথ্যানুযায়ী, গত ১৯ মার্চের পর গতকাল পূর্ণ মেয়াদে লেনদেন হয়েছে। লকডাউনে সাধারণ ছুটির কারণে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত পুঁজিবাজার বন্ধ ছিল। এই সময়ে ৬৬ দিন কোনো শেয়ার লেনদেন হয়নি। ৩১ মে থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। তবে ব্যাংকের সময় কমার কারণে সীমিত সময়ে লেনদেন হয়। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ২৩১ কোটি পাঁচ লাখ টাকা আর সূচক বেড়েছে ৩২ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ১৩৮ কোটি ৫৬ লাখ টাকা আর সূচক বেড়েছিল ৭ পয়েন্ট। লেনদেন হওয়া কম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, দাম কমেছে ২৩টির আর অপরিবর্তিত রয়েছে ২১৮ কম্পানির শেয়ারের দাম।

মন্তব্যসাতদিনের সেরা