kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

ইয়েমেনে প্রথম ক্ষুদ্রঋণ বিতরণ

বাণিজ্য ডেস্ক   

৮ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেইয়েমেনের আল হুদায়দাহ প্রদেশে গ্রামীণ ইয়েমেন ফাউন্ডেশনের প্রথম শাখা সম্প্রতি জুহরাহ শাখার প্রথম ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। ১২ জন দরিদ্র মহিলা এদিন দুম্বা পালন, কাপড় সেলাই, সবজি চাষ, পরিবহন এবং সুগন্ধি ব্যবসার জন্য ঋণ গ্রহণ করেন। গ্রামীণ ইয়েমেনের এই ক্ষুদ্রঋণ কর্মসূচি শুধু নারীদের নিয়ে কাজ করবে।

দেশটির অতিদরিদ্র মানুষদের আত্মনির্ভরশীল করতে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকল্পে ইয়েমেনের বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি মোহামেদ সোয়েইদ গ্রামীণ ট্রাস্টের সঙ্গে যৌথভাবে গ্রামীণ ইয়েমেন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। গ্রামীণ ট্রাস্ট ইয়েমেনে গ্রামীণ ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা কর্মসূচি গড়ে তোলার উদ্দেশ্যে গ্রামীণ ইয়েমেনের সঙ্গে কাজ করতে তার দুজন সিনিয়র কর্মকর্তাকে প্রেরণ করে। চলমান গৃহযুদ্ধ ও সাম্প্রতিককালে দেশটির সর্বত্র করোনা মহামারির প্রাদুর্ভাব সত্ত্বেও গ্রামীণ ইয়েমেন গ্রামীণ ঋণের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা শুরু করতে দেশটির নারীদের আকৃষ্ট করতে সমর্থ হয়। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন এবং জুমের মাধ্যমে অনুষ্ঠানের মূল বক্তব্য প্রদান করেন। গ্রামীণ ইয়েমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহামেদ সোয়েইদ, ফাউন্ডেশনের উপপ্রধান নির্বাহী আহমেদ আল মাহফাদি অনুষ্ঠানে সরাসরি অংশ নেন।

মন্তব্যসাতদিনের সেরা