kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

হিলি দিয়ে ১৬০০ টন ভারতীয় পেঁয়াজ আমদানি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি   

৭ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকোরবানির ঈদের আগে এবারে হিলি স্থলবন্দরে রেলপথে চতুর্থ চালানে আমদানি হলো ভারতীয় এক হাজার ৬০০ টন পেঁয়াজ। গতকাল সকাল থেকে হিলি রেলওয়ে স্টেশনে ওই আমদানীকৃত পেঁয়াজ খালাস শুরু হয়।

হিলি বন্দরের আমদানিকারক হাজি শহিদুল ইসলাম জানান, দেশের পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে রাখতেই তিনি ভারতীয় পেঁয়াজ আমদানি করেছেন। ভারতের নাসিক থেকে এই পেঁয়াজ লোড নিয়ে দেশের দর্শনা বর্ডার হয়ে রেলপথে হিলিতে আমদানি করেছেন। এর আগে হিলিতে রেলপথে ৪৯০০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা