kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

৭৫০০ কর্মী ছাঁটাই করবে এয়ার ফ্রান্স

বাণিজ্য ডেস্ক   

৬ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৭৫০০ কর্মী ছাঁটাই করবে এয়ার ফ্রান্স

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত বিমান সংস্থা এয়ার ফ্রান্স সাড়ে সাত হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। গত শুক্রবার কম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আগামী কয়েক বছরে সাত হাজার ৫৮০ কর্মী ছাঁটাই করা হবে, যা হবে মোট জনশক্তির ১৭.৫ শতাংশ। ২০২২ সালের মধ্যে ছাঁটাই করা হবে ছয় হাজার ৫৬০ জন।

বিবৃতিতে আরো বলা হয়, কভিড-১৯ সংকট যখন সর্বোচ্চ মাত্রায় বেড়ে যায় কম্পানি প্রতিদিন ১৫ মিলিয়ন ইউরো (১৬.৯ মিলিয়ন ডলার) লোকসানের শিকার হয়। কিন্তু করোনা নিয়ে অনিশ্চয়তায় অর্থনৈতিক পুনরুদ্ধার খুবই ধীর গতিতে হবে। যদিও অনেক দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং বাণিজ্যিক চাহিদাও বাড়ছে। এয়ার ফ্রান্স মনে করছে না, আগামী ২০২৪ সালের আগ পর্যন্ত তারা করোনা পূর্ববর্তী অবস্থায় যেতে পারবে। গত জুন মাসে ফ্রান্স সরকার প্রতিষ্ঠানটিকে সহায়তা হিসেবে ১৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সূত্র : সিএনএন বিজনেস।

মন্তব্যসাতদিনের সেরা