kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

ভারত-চীন সীমান্তে উত্তেজনার জেরে ৫৯টি চীনা অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে ভারত সরকার

৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারত-চীন সীমান্তে উত্তেজনার জেরে ৫৯টি চীনা অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে ভারত সরকার

ভারত-চীন সীমান্তে উত্তেজনার জেরে ৫৯টি চীনা অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে ভারত সরকার। এতে বিপাকে পড়েছেন এই অ্যাপগুলোর সঙ্গে যুক্ত থাকা ভারতীয় কর্মীরা। সেখানে শুধু টিকটকে চাকরি করছেন এমন কর্মীর সংখ্যা এক হাজারের বেশি। এমন পরিস্থিতিতে টিকটকের সিইও কেভিন মায়ের কম্পানির ওয়েবসাইটে কর্মীদের উদ্দেশে এক বার্তায় লিখেন, ‘ইন্টারনেটের দুনিয়ায় গণতন্ত্র নিয়ে আসা আমাদের প্রধান লক্ষ্য। এতে অনেকটাই সফল হয়েছি। ভারতীয় আইন অনুযায়ী ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত ও গোপন রাখা আমাদের প্রধান গুরুত্ব ছিল। আগামী দিনেও তাই থাকবে। আমরা অন্যান্য বিনিয়োগকারীর সঙ্গে কথা বলছি।’ উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ভারতে টিকটক অ্যাপটি চালু হয়। বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি।

কেভিন মায়ের, সিইও, টিকটক

মন্তব্যসাতদিনের সেরা