kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

১৫ হাজার কর্মী ছাঁটাইয়ে এয়ারবাস

বাণিজ্য ডেস্ক   

২ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১৫ হাজার কর্মী ছাঁটাইয়ে এয়ারবাস

করোনা মহামারিতে ভ্রমণ কমে যাওয়ায় এয়ারবাসের উড়োজাহাজের চাহিদা হ্রাস পেয়েছে ব্যাপকভাবে। এ অবস্থায় টিকে থাকতে ব্যয় সংকোচনের পথে হাঁটছে বিশ্বের সবচেয়ে বড় বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে আগামী ১২ মাসে ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি, যা তাদের মোট জনশক্তির ১০ শতাংশের বেশি।

গত মঙ্গলবার এক বিবৃতিতে কম্পানি জানায়, সাম্প্রতিক তাদের বাণিজ্যিক উড়োজাহাজ ব্যবসা ৪০ শতাংশ কমে গেছে। এ অবস্থার পুনরুদ্ধার খুব সহজে হবে না। গত এপ্রিলে যুক্তরাজ্য ও ফ্রান্স সরকারের ছুটি তহবিলের আওতায় ছয় হাজারের বেশি কর্মীকে ছুটি দেওয়া হয়েছে। কম্পানি বিবৃতিতে আরো জানায়, করোনা সংকট কাটাতে এয়ারবাস যেসব পদক্ষেপ নিয়েছে তাতে সরকারি কিছু সহায়তা আসায় আমরা কৃতজ্ঞ। কিন্তু পরিস্থিতি বিবেচনায় এখন আমাদের আরো কঠোর পদেক্ষপ নিতে হচ্ছে। কারণ এয়ারবাসের অর্থনৈতিক পুনরুদ্ধার ২০২৩ সালের আগ পর্যন্ত হবে না। এমনকি করোনাপূর্ববর্তী অবস্থায় যেতে হয়তো বা ২০২৫ সাল লেগে যেতে পারে। সিএনএন বিজনেস।

মন্তব্যসাতদিনের সেরা