kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

বিশ্বে সোনার দাম বেড়েছে ১২%

বাণিজ্য ডেস্ক   

১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বে সোনার দাম বেড়েছে ১২%

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে সোনার দাম। গতকাল মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দাম বেড়ে আট বছরে সর্বোচ্চ হয়েছে। এমনকি গত চার বছরের মধ্যে গত প্রান্তিক ছিল সবচেয়ে দামি। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিশ্বজুড়ে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বৃদ্ধিতে অর্থনীতি নিয়ে যে অনিশ্চয়তা দেখা যাচ্ছে তাতে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দাম বাড়ছে।

গতকাল বিশ্ববাজারে স্পট সোনার দাম ছিল প্রতি আউন্স এক হাজার ৭৭২.১৪ ডলার। গত সপ্তাহে দাম বেড়ে হয় এক হাজার ৭৭৯.০৬ ডলার। যুক্তরাষ্ট্রের সোনার দাম গতকাল ০.৩ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ৭৮৭.৩০ ডলার। জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে মূল্যবান এ ধাতুর দাম বেড়েছে ১২ শতাংশ। যা ২০১৬ সালের মার্চের পর থেকে সবচেয়ে দামি প্রান্তিক ছিল।

ওএএনডিএর সিনিয়র বাজার বিশ্লেষক জেফরে হেলেই বলেন, সোনার দাম বাড়ার মূল কারণ যুক্তরাষ্ট্রে নেতিবাচক সুদের হার। সূত্র : রয়টার্স।

মন্তব্যসাতদিনের সেরা