kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

ব্যবসায়ী সংগঠনের যৌথ বিবৃতি

আয়কর ও ভ্যাট আইন পরিবর্তনে বাধাগ্রস্ত হবে অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক   

৩০ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআয়কর অধ্যাদেশ ও ভ্যাট আইনে প্রস্তাবিত পরিবর্তন দেশের ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির গতি সঞ্চালনে বাধাগ্রস্ত করবে বলে মনে করে দেশের ব্যবসায়ীদের সংগঠন এমসিসিআই, গবেষণা প্রতিষ্ঠান বিইউআইএলডি এবং ডিসিসিআই। তাদের পরামর্শ আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এবং ভ্যাট আইন, ২০১২-এর প্রস্তাবিত পরিবর্তন না করে সরকার ইতিবাচক ভূমিকা ও সিদ্ধান্ত নেবে। এতে দেশের অর্থনীতির উত্তরণের গতি তরান্বিত হবে।

গতকাল সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং গবেষণা প্রতিষ্ঠান বিজনেস ইনিশিয়েটিভ বিল্ডিং ডেভেলপমেন্টের (বিইউআইএলডি) পক্ষ  থেকে যৌথ সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৬৬ দিনের সাধারণ কর্মবিরতির পর দেশের স্থানীয় ব্যবসায় ৩০-৯০ শতাংশ বিক্রি কমে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা