kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

এফবিসিসিআই ও সিআইআইয়ের চুক্তি

ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য এগিয়ে নেওয়ার লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক   

৩০ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য এগিয়ে নেওয়ার লক্ষ্য

চলমান এই মহামারির সময়ে অভ্যন্তরীণ বাণিজ্যিক চ্যালেঞ্জ ও উদীয়মান ব্যবসায়ীদের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সম্মেলন অুনষ্ঠিত হয়েছে। বাংলাদেশের শীর্ষ ব্যাবসায়িক নেতাদের সঙ্গে সম্প্রতি ‘অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শিরোনামে একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)।

ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী ভি মুরলিধরনের সভাপতিত্বে ওয়েবিনারে উদ্বোধনী বক্তব্য দেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘২০০৮ সাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের উন্নয়নে একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়। যার ইতিবাচক ও উজ্জ্বল উদাহরণ হিসেবে আমরা দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য এগিয়ে নেওয়াকে বলতে পারি। এর ফলে ২০১৯ সালে দ্বিপক্ষীয় বাণিজ্যের মাধ্যমে ৯.৭৫ বিলিয়ন আয়।’

ওয়েবিনারে অংশ নিয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, ‘উভয় দেশের মধ্যে সুস্পষ্ট আমদানি-রপ্তানি নিশ্চিত করতে দুই দেশের মধ্যে অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। তার একটি ভালো উদাহরণ হতে পারে দুই দেশের মধ্যে রেল নেটওয়ার্ক সৃষ্টি। রেল নেটওয়ার্কের মাধ্যমে উভয় দেশই ব্যাপক লাভবান হবে।’

মন্তব্যসাতদিনের সেরা