kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

পুঁজিবাজারে লেনদেন চলবে ১০-১টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক   

১৮ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএলাকাভিত্তিক লকডাউনের কারণে ব্যাংকিং সেবার সময় কমে যাওয়ায় পুঁজিবাজারের লেনদেনের সময়ও কমানো হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলবে। গতকাল বুধবার ডিএসই ও সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডিএসইর বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১ পর্যন্ত। আগে লেনদেনের সময়সূচি ছিল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ সময়সূচি অব্যাহত থাকবে।

সিএসইর বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জুন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ব্যাংকিং সেবার সময় পরিবর্তনের কারণে লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা