kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন

বাণিজ্য ডেস্ক   

৫ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা নর্থ জোনের ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন সম্মেলন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং মো. ওমর ফারুক খান। ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে জোনের শাখাগুলোর প্রধানরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, সরকার ঘোষিত খাতে বিনিয়োগ প্রণোদনা উপযুক্ত গ্রাহকদের কাছে সহজে পৌঁছে দিতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা