kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২৭৯৯২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক   

২ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী অর্থবছর অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২৭ হাজার ৯৯২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এই বরাদ্দ চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৬০ কোটি টাকা কম। এবার এ খাতে ২৮ হাজার ৫১ কোটি টাকা দেওয়া হয়। গত রবিবার বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা জানান। সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে যথাক্রমে ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে পরিকল্পনা হাতে নিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা