kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

সংকটেও হাজার কোটি টাকার রাজস্ব দিতে চায় বারভিডা

নিজস্ব প্রতিবেদক   

১ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা মহামারির এই সংকটকালে সরকারকে এক হাজার কোটি টাকারও বেশি রাজস্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। চট্টগ্রাম ও মোংলা বন্দরে বারভিডার ছাড়ের ব্যবস্থা করা গেলেই সরকার অল্প সময়ে এই আয় করতে পারে বলে মনে করেন এই খাতের নেতারা।

গতকাল রবিবার রাজধানীর পল্টনে বারভিডা কার্যালয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই প্রস্তাব প্রস্তাব দেন বারভিডার সভাপতি আবদুল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ শহীদুল ইসলাম, সহসভাপতি এস এম আনোয়ার সাদাত, মো. সাইফুল ইসলাম সম্রাট, মো. জসিম উদ্দিন প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা