kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

যুক্তরাষ্ট্রে ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে উড়োজাহাজ নির্মাতা বোয়িং

২৯ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রে ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে উড়োজাহাজ নির্মাতা বোয়িং

যুক্তরাষ্ট্রে ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে উড়োজাহাজ নির্মাতা বোয়িং। এর মধ্যে পাঁচ হাজার ৫২০ জন কর্মীর স্বেচ্ছা অব্যাহতি অনুমোদন দিয়েছে এবং আরো ছয় হাজার ৭৭০ জন কর্মীকে অব্যাহতির নোটিশ দিয়েছে। আগামী সপ্তাহে বোয়িং ছাড়বেন এসব কর্মী। করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় ব্যয় সংকোচনের উদ্যোগ নেয় বোয়িং। প্রতিষ্ঠানের সিইও ডেভ কালহুন কর্মীদের ই-মেইলে জানান, ‘বৈশ্বিক এয়ারলাইনস শিল্পে মহামারির নেতিবাচক প্রভাব পড়েছে।’

ডেভ কালহুন, সিইও, বোয়িং

মন্তব্যসাতদিনের সেরা