kalerkantho

শুক্রবার । ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৯  মে ২০২০। ৫ শাওয়াল ১৪৪১

করোনাভাইরাসের সংক্রমণের পর থেকে দুবাইয়ের চিরাচরিত দৃশ্য একেবারেই পাল্টে গেছে

১০ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের সংক্রমণের পর থেকে দুবাইয়ের চিরাচরিত দৃশ্য একেবারেই পাল্টে গেছে

করোনাভাইরাসের সংক্রমণের পর থেকে দুবাইয়ের চিরাচরিত দৃশ্য একেবারেই পাল্টে গেছে। পর্যটকদের নিয়ে ঘুরে বেড়ানো প্রমোদতরিগুলো এখন অলসভাবে ডকে বাঁধা, রাতে নেই আলোর ঝলকানি। যদিও ভ্রমণ ও বিলাসপ্রিয় ধনীদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য দুবাই। লন্ডনভিত্তিক ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ জেমস সোয়ান্সটন বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেখাকার সেবা খাত। এ ক্ষেত্রে ভয়ের বিষয় হলো, দুবাইয়ের অর্থনীতির ৮০ শতাংশই মূলত সেবা খাতনির্ভর। এ অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা তিন-চার মাস জারি থাকলে চলতি বছর দুবাইয়ের জিডিপির পতন হবে ৫-৬ শতাংশ।

জেমস সোয়ান্সটন, অর্থনীতিবিদ

মন্তব্যসাতদিনের সেরা