kalerkantho

মঙ্গলবার । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২ জুন ২০২০। ৯ শাওয়াল ১৪৪১

কেরু অ্যান্ড কম্পানি বাজারে নিয়ে আসছে কেরুজ জৈব সার ‘সোনার দানা’

৬ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকেরু অ্যান্ড কম্পানি বাজারে নিয়ে আসছে কেরুজ জৈব সার ‘সোনার দানা’

করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের পর কেরু অ্যান্ড কম্পানি (বাংলাদেশ) বাজারে নিয়ে আসছে কেরুজ জৈব সার ‘সোনার দানা’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আলী আনছারী বলেন, বর্তমানে বাজারে প্রাপ্ত জৈব সারসমূহের বেশির ভাগ নিম্নমানের ও ভেজাল হওয়ার কারণে কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কিন্তু জৈব সার ‘সোনার দানা’ ব্যবহারের ফলে ফসলের কাণ্ড, পাতা ও ফল পরিপুষ্ট হয়।

 

জাহিদ আলী আনছারী

এমডি, কেরু অ্যান্ড কম্পানি

মন্তব্যসাতদিনের সেরা