kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

থাইল্যান্ডে বাড়িতে থাকলে ইন্টারনেট ফ্রি

বাণিজ্য ডেস্ক   

১ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেথাইল্যান্ডে বাড়িতে থাকলে ইন্টারনেট ফ্রি

করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। এর মধ্যে জনগণের ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন দেশের সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সেই পদক্ষেপের অংশ হিসেবে থাইল্যান্ড সরকার দিয়েছে বিনা মূল্যে ইন্টারনেট বিতরণের ঘোষণা। বিভিন্ন মোবাইল কম্পানির কাছ থেকে এ নেট বিতরণ করা হবে। করোনার ছোবল থেকে রক্ষায় যারা বাড়িতে অবস্থান করবে তাদের জন্যই এ সুযোগ থাকবে। দেশটির সরকারি এক সিনিয়র কর্মকর্তা গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। কারণ হিসেবে বার্তায় বলা হয়েছে, করোনার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করছে। তাদের শিক্ষা কার্যক্রমে ব্যবহার এবং নেট বিতরণকারী বিভিন্ন কম্পানির সক্ষমতা যাচাইয়ে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জাতীয় সম্প্রচার ও টেলিযোগাযোগ কমিশনের সেক্রেটারি জেনারেল টাকোর্ন তানতাসিথ জানান, ব্যক্তিগতভাবে রেজিস্ট্রেশন করে একজন মাসে সর্বোচ্চ ১০ গিগাবাইট নেট বিনা মূল্যে নিতে পারবে। এ কর্মসূচি শুরু হবে আগামী ১০ এপ্রিল থেকে। এ জন্য বিভিন্ন কম্পানিকে সরকার ক্ষতিপূরণ দেবে। রয়টার্স।

মন্তব্যসাতদিনের সেরা