kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

জ্বালানি তেলের দাম নেমেছে ২০ ডলারে

উৎপাদন খরচও উঠছে না কম্পানিগুলোর

বাণিজ্য ডেস্ক   

৩১ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজ্বালানি তেলের দাম নেমেছে ২০ ডলারে

করোনাভাইরাসে বিশ্বজুড়ে প্রায় সব কলকারখানা এখন বন্ধ। আগের মতো নেই জ্বালানি তেলের চাহিদাও। এ অচলাবস্থা দীর্ঘ মেয়াদে হতে পারে এমন আশঙ্কায় জ্বালানি তেল ২০ ডলারে নেমেছে। কম্পানিগুলো বলছে, এ মূল্যে তাদের উৎপাদন খরচও উঠছে না। ফলে একে একে উৎপাদন ক্ষেত্রগুলো বন্ধ করা ছাড়া উপায় দেখছে না তারা।

গতকাল সোমবার বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অশোধিত তেলের দাম ৫.২ শতাংশ কমে প্রতি ব্যারেল হয়েছে ২০.৪০ ডলার, যা গত ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন। লন্ডনের ব্রেন্ট তেলের দাম ৮.৪ শতাংশ কমে হয়েছে ২২.৮৪ ডলার, যা ২০০২ সালের নভেম্বরের পর থেকে সর্বনিম্ন।

ইউবিএসের তেল বিশ্লেষক জিওভানি স্টোনোভো বলেন, কভিড-১৯ অসুস্থতা ছড়িয়ে পড়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা ও সামাজিক দূরত্বের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের চাহিদা ব্যাপকভাবে কমেছে। এ অবস্থায় অনেক কম্পানিকে হয়তো তেল ক্ষেত্রগুলো বন্ধ করে দিতে হবে।

অন্যদিকে তেলের বাজারে মূল্যযুদ্ধে নেমেছে সৌদি আরব ও রাশিয়া। এ দুটি দেশ উৎপাদন বাড়িয়ে দেওয়ার কারণেও দাম পড়েছে। রিস্ট্যাড এনার্জির প্রধান বিজর্নার টনহোজেন বলেন, চাহিদা ব্যাপকভাবে কমে যাওয়ায় তেলের বাজারে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। গত এক বছরে চাহিদা ২০ শতাংশ কমেছে। সূত্র : রয়টার্স।

মন্তব্যসাতদিনের সেরা