kalerkantho

মঙ্গলবার । ১২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৬  মে ২০২০। ২ শাওয়াল ১৪৪১

তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক   

৩০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রাণঘাতী করোনাভাইরাসের ক্ষতি পোষাতে তামাকপণ্যের দাম বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে দাবি জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স-আত্মা। গতকাল রবিবার ই-মেইলে এনবিআরের কাছে আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় এই দাবি তুলে ধরা হয়।

সংস্থাটি বলেছে, বাংলাদেশে এখন তিন কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করে এবং চার কোটি ১০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ নিজ বাড়িতেই পরোক্ষভাবে ধূমপানের শিকার হয়। এনবিআরের কাছে তামাকের ওপর কর বাড়াতে বাজেটে বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবে বলা হয়েছে, সিগারেটের মূল্যস্তর সংখ্যা চারটি থেকে দুটিতে (নিম্ন এবং প্রিমিয়াম) নামিয়ে আনা, বিড়ির ফিল্টার এবং নন-ফিল্টার মূল্য বিভাজন তুলে দেওয়া, ধোঁয়াবিহীন তামাকপণ্যের (জর্দা ও গুল) মূল্য বাড়ানো এবং সব তামাকপণ্যের খুচরা মূল্যে ১৫ শতাংশ ভ্যাট বহাল থাকবে।

মন্তব্যসাতদিনের সেরা