kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

কর্পোরেট কর্ণার

২৭ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকর্পোরেট কর্ণার

এসএমসি : সম্প্রতি বিদ্যানন্দ ফাউন্ডেশনের সঙ্গে এসএমসি এন্টারপ্রাইজের ওরস্যালাইন-এন, টেস্ট মি ইনস্ট্যান্ট সফ্ট ড্রিংক পাউডার ও এসএমসি পিউরিফাইড ড্রিংকিং ওয়াটার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএমসি এন্টারপ্রাইজ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এসআইবিএল : সোশ্যাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সুকুক ইস্যুর জন্য অস্ট্রেলিয়াভিত্তিক ব্লুমাউন্ট ক্যাপিটালের সঙ্গে সম্প্রতি একটি ম্যান্ডেট চুক্তি করে। ব্যাংকের এমডি কাজী ওসমান আলী এবং ব্লুমাউন্টের স্থানীয় প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তির ফলে ব্লুমাউন্ট এসআইবিএলের পক্ষে আন্তর্জাতিক সুকুক ইস্যুর মাধ্যমে ঞরবৎ-ওও মূলধন হিসেবে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ তহবিল সংগ্রহ করবে

মার্কেন্টাইল ব্যাংক : মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি রপ্তানিকারক গ্রাহকদের জন্য ওইএমএস শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের এমডি মো. কামরুল ইসলাম চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি।

প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স : মুজিববর্ষ উপলক্ষে সম্প্রতি প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সে মুজিব কর্নার উদ্বোধন করা হয়। কম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আখতার এই মুজিব কর্নার উদ্বোধন করেন। এ সময় কম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এআইবিএল : মুজিববর্ষ উদযাপন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু। এর আগে মুজিববর্ষের লোগোসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্য