kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

কর্মীদের ৭৭ কোটি টাকা দিল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক   

২৭ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকর্মীদের ৭৭ কোটি টাকা দিল ওয়ালটন

ওয়ালটন : করোনাভাইরাস মোকাবেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ঢাকাস্থ কার্যালয়ের প্রধান সালমান খান ইয়াসিনের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের উপ নির্বাহী পরিচালক ফিরোজ আলম এবং টিভি বিভাগের সিইও মোস্তফা নাহিদ হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি।

করোনাভাইরাস আতঙ্কের মাঝে লভ্যাংশ থেকে কর্মীদের প্রায় ৭৭ কোটি টাকা দিয়েছে ওয়ালটন। এর বাইরে সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে আরো সাড়ে সাত কোটি টাকা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া করোনাভাইরাস মোকাবেলায় আরো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ওয়ালটন। প্রাণঘাতী এ ভাইরাস ঠেকাতে যার যার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কর্মীদের আহ্বান জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

২০১৮-১৯ অর্থবছরে কম্পানির লভ্যাংশ থেকে কর্মীদের এই টাকা দিয়েছে ওয়ালটন। ওয়ালটনের শ্রমিক-কর্মকর্তা সবাই সমপরিমাণ অর্থ পেয়েছেন। বুধবার ওয়ালটন গ্রুপে কর্মরতদের ব্যাংক অ্যাকাউন্টে ওই অর্থ চলে গেছে বলে জানিয়েছেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এস এম জাহিদ হাসান।

মন্তব্যসাতদিনের সেরা