kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

বিজিএমইএকে আশ্বাস

বিপদে পোশাকশিল্পের পাশে থাকবে জার্মানি

নিজস্ব প্রতিবেদক   

২৭ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিপদে পোশাকশিল্পের পাশে থাকবে জার্মানি

গার্ড মুলার

করোনাভাইরাসের কারণে ক্ষতির মুখে পড়া বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জার্মানির অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী গার্ড মুলার। দেশের পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হকের লেখা এক চিঠির উত্তরে এই আশ্বাস দেন তিনি।

গত মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে গার্ড মুলার উল্লেখ করেন, ভয়াবহ করোনাভাইরাসের কারণে জার্মানিতে ৭০ শতাংশ পর্যন্ত কমেছে পোশাক পণ্যের চাহিদা এবং তিন-চতুর্থাংশ পোশাক পণ্যের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে।

পরিস্থিতি বিবেচনায় জার্মান সরকার এমন উদ্যোগ নিতে চায়, যার ফলে লাখ লাখ শ্রমিক জড়িত বাংলাদেশ ও জার্মানির পোশাকশিল্প যেন ভালো পথ পায়।

মন্তব্যসাতদিনের সেরা