kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

অপূর্ব কান্তি দাস এনবিআরের নতুন সদস্য

নিজস্ব প্রতিবেদক   

২৬ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅপূর্ব কান্তি দাস এনবিআরের নতুন সদস্য

জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের আয়কর বিভাগের নতুন সদস্য হিসেবে পদোন্নতি পেলেন অপূর্ব কান্তি দাস। বিসিএস কর ক্যাডারের কর্মকর্তা অপূর্ব কান্তি দাস বৃহৎ করদাতা ইউনিট-এলটিইউ’র কমিশনার থেকে পদোন্নতি পেয়ে এনবিআরের সদস্য হলেন। এর আগে তিনি ঢাকায় ও চট্টগ্রামের বেশ কয়েকটি কর অঞ্চলে কর কমিশনার হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেন। কর কমিশনার হওয়ার আগে তিনি এনবিআরের আয়কর নীতিসহ বিভিন্ন শাখার প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

আয়কর নীতির প্রথম সচিব হিসেবে তিনি বেশ কয়েকটি বাজেটের আয়কর নীতি প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন। এ সময় তিনি আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি সহজীকরণ ও করবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক নীতি প্রণয়নে ভূমিকা রাখেন।

মন্তব্যসাতদিনের সেরা