kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

ডিজিটাল কমার্স সংশোধিত নীতিমালা

দেশীয় বিনিয়োগকারীদের সুরক্ষা চায় ই-ক্যাব

নিজস্ব প্রতিবেদক   

২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউদীয়মান ই-কমার্স খাতে দেশীয় বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের দাবি জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। সংগঠনটি বলেছে, ২০১৯ সালের শুরুতে সরকার ঘোষিত ডিজিটাল কমার্স নীতিমালায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) স্থানীয় কম্পানির সঙ্গে অংশীদারির বাধ্যবাধকতার শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া ‘জাতীয় ডিজিটাল কমার্স (সংশোধিত) নীতিমালা-২০২০’-এ এই বাধ্যবাধকতা না থাকায় দেশীয় বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়বেন। বিদেশি অগ্রাসী বিনিয়োগের কাছে ছোট দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান অস্তিত্ব সংকটে পড়বে। ই-ক্যাব জানিয়েছে, গত ২০১৮ সালের জুলাই মাসে ‘জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা-২০১৮’ মন্ত্রিসভায় প্রাথমিকভাবে অনুমোদন পায়। দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা করে বিদেশি বিনিয়োগের সুযোগ রাখার প্রশ্নে দেশীয় ই-কমার্স উদ্যোক্তাদের সঙ্গে ২০১৯ সালের আগস্ট মাসে এক মতবিনিময়সভার আয়োজন করে ই-ক্যাব।

মন্তব্যসাতদিনের সেরা