করোনাভাইরাসের ধাক্কায় বিশ্ব অর্থনীতির ঘুরে দাঁড়ানো আরো কঠিন হতে পারে বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এরই মধ্যে এই ভাইরাসের বিরূপ প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতে। রিয়াদে জি২০ভুক্ত দেশগুলোর সম্মেলনে বৈশ্বিক প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে আইএমএফ। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, বিরাজমান এ নাজুক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে আইএমএফ। গত মাসে চীনের যে প্রবৃদ্ধি পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেখানে নতুন পূর্বাভাসে তা শূন্য দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে।
ক্রিস্টালিনা জর্জিয়েভা, এমডি, আইএমএফ
মন্তব্য