kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

করোনাভাইরাস

আমদানিতে বিশেষ সুরক্ষার দাবি এফবিসিসিআইয়ের

নিজস্ব প্রতিবেদক   

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের ফলে দেশের পোশাক খাতসহ বিভিন্ন ধরনের পণ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ সময় চীন থেকে আমদানি পণ্যে স্থবিরতা দেখা দিয়েছে। তাই ব্যবসায়ীদের ব্যাংকঋণের সুদ ও আমদানিতে বিশেষ সুরক্ষা দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম।

গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোনতাকিম আশরাফ, সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, হাসিনা নেওয়াজ ও মো. রেজাউল করিম।

মন্তব্যসাতদিনের সেরা