kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

শিল্প প্রতিমন্ত্রী বললেন

সার রপ্তানির পরিকল্পনা রয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসার রপ্তানির পরিকল্পনা রয়েছে

নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে সার রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। গতকাল বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কম্পানি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ‘এখন যথাসময়ে কৃষকদের মাঝে সার পৌঁছে দেওয়া হচ্ছে; যে কারণে ফসল উৎপাদন বেড়ে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। দেশের চাহিদা মিটিয়ে সার রপ্তানির পরিকল্পনার কথা মাথায় রেখে কারখানাগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে।’

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান হাইয়ুল কাইয়ূম, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান ও মহাব্যবস্থাপক (প্রশাসন) এ টি এম বাক্কী, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজিমুল হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, মুজিববর্ষে নতুন নতুন শিল্প-কারখানা চালু করা হচ্ছে। বন্ধ থাকা কারখানা চালু করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা