kalerkantho

শনিবার । ২১ চৈত্র ১৪২৬। ৪ এপ্রিল ২০২০। ৯ শাবান ১৪৪১

সংশোধনের পর সূচক বাড়ল

পুঁজিবাজারে শেয়ার বিক্রির চাপ কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   

২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবড় উত্থানের পর পুঁজিবাজারের মূল্যসূচকে সংশোধন শেষে উত্থানে ফিরেছে। তবে মুনাফা তুলতে বিক্রির চাপ থাকায় লেনদেনেও ধীরগতি। গত মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এক বছর পর এক হাজার টাকা ছাড়ালেও গতকাল তা হ্রাস পেয়েছে। মূল্যসূচক বাড়লেও লেনদেন হ্রাস পেয়েছে প্রায় ২০০ কোটি টাকা। টানা পাঁচ কার্যদিবস উত্থানের পর মঙ্গলবার মূল্যসূচক সংশোধন হয়। মুনাফা তুলে নিতে শেয়ার বিক্রির চাপ বেশি থাকায় সূচক কমে যায়। তবে লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। গতকাল বুধবার মূল্যসূচক বাড়লেও লেনদেন হ্রাস পেয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৮৩৭ কোটি ১৫ লাখ টাকা আর সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক ও লেনদেন উভয়ই বৃদ্ধি পেয়েছে। সূচক বেড়েছে প্রায় ৩১ পয়েন্ট।

মন্তব্যসাতদিনের সেরা