kalerkantho

শনিবার । ২১ চৈত্র ১৪২৬। ৪ এপ্রিল ২০২০। ৯ শাবান ১৪৪১

উদ্যোক্তা

১৪ শাড়ি বিনিয়োগে ঢাকায় দুই শোরুম

নিজস্ব প্রতিবেদক   

২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে১৪ শাড়ি বিনিয়োগে ঢাকায় দুই শোরুম

উদ্যোক্তা নুরুন্নাহার নীলা

ছবি আঁকার হাতেখড়ি দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনার সময় থেকেই। নিজের ও বন্ধুদের জামা, টি-শার্টে এঁকে দিতেন নানা নকশা। পোশাক নিয়ে কাজ করার ইচ্ছাটা মনে সুপ্ত ছিল। চাকরি করার পক্ষপাতী ছিলেন না কখনোই। মা-বাবার ইচ্ছায় অর্থনীতিতে মাস্টার্স করলেও চাকরির জন্য কোথাও চেষ্টা করেননি। তিনি উদ্যোক্তা নুরুন্নাহার নীলা।

নিজের বাসা থেকেই শুরু করেন স্বপ্নের বাস্তবায়ন। কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে সম্প্রতি জানা যায় তাঁর গল্প।

ভারতীয় জামা-শাড়ি খুব সহজলভ্য বলে এগুলো দিয়েই ব্যবসা শুরু করেন অনেকে। কিন্তু নীলা অল্প টাকায় টাঙ্গাইলে গিয়ে কিনে আনলেন ১৪টি শাড়ি। বাসায় এসে মোবাইলে কিছু ছবি তুলে একটা ফেসবুক পেইজ সাজালেন। নাম দিলেন সাতকাহন। ১৪টি শাড়ি নিয়েই পাঁচ বছর আগে শুরু হয়েছিল প্রতিষ্ঠানটির পথচলা।

ব্যবসার শুরুতেই মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করলেন। বহু ক্রেতার কাছে শাড়ি পাঠিয়ে দিলেন টাকা ছাড়াই। ক্রেতারা শাড়ি দেখে খুশি হয়ে পরে টাকা দিয়েছেন। অল্প দিনের মধ্যেই সাতকাহন লাভজনক হয়ে উঠল। বাড়তে থাকে অর্ডার। একসময় একজন কর্মচারী নিয়োগ দিলেন। উত্তরায় নিজের আলাদা অফিস আর শোরুম হলো সাতকাহনের। বসুন্ধরা সিটিতে চালু করলেন সাতকাহনের দ্বিতীয় শোরুমটি। শাড়ির পাশাপাশি নিজের ডিজাইন করা পাঞ্জাবি, ব্লাউজ, কুর্তি, গহনা, টিপ, সালোয়ার-কামিজ নিয়েও কাজ শুরু করলেন। সাতকাহনের শাড়ির ডিজাইন করেন নীলা নিজে। ডিজাইনগুলোতে থাকে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া।

মন্তব্যসাতদিনের সেরা