কচুরিপানার পাতা নিয়ে গবেষণা করতে কৃষিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, কচুরিপানার গবেষণা করা প্রয়োজন। এ ছাড়া কাঁঠালের আকার আরো ছোট ও গোল করা যায় কি না, আরো সুন্দর করা যায় কি না তা নিয়েও গবেষণা করার তাগিদ দেন মন্ত্রী।
গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) ‘রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০১৯’ এ অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন। উন্নয়ন নিয়ে গবেষণা করে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) ‘রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এ রহিম। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই দুই অধ্যাপককে পুরস্কারের ক্রেস্ট, সনদ ও অর্থ দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. লুৎফুল হাসান। সংস্থাটির চেয়ারম্যান ড. লুৎফান হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সংস্থাটির কো-চেয়ার লুৎফর রহমান।
মন্তব্য