kalerkantho

শনিবার । ৯ ফাল্গুন ১৪২৬ । ২২ ফেব্রুয়ারি ২০২০। ২৭ জমাদিউস সানি ১৪৪১

এক দিন পর আবার ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক   

২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুনাফা তুলে নিতে শেয়ার বিক্রির চাপে মূল্যসূচক সংশোধনের পর আবারও উত্থানে ফিরেছে পুঁজিবাজার। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার কেনার চাপ বাড়লে সূচকের সঙ্গে লেনদেনেও উত্থান ঘটে। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৪৮ লাখ টাকা আর সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় চার হাজার ৫১০ পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৪৩ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮১টির, দাম কমেছে ১০৭টির আর অপরিবর্তিত রয়েছে ৬৭ কম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে ১৬ কোটি ১১ লাখ টাকা আর সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট।

 

মন্তব্যসাতদিনের সেরা