kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক   

১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ এখন দক্ষিণ এশিয়া তথা বিশ্ব অর্থনীতিতে এক উদীয়মান শক্তি। কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের সঙ্গেও তাদের বিদ্যমান বাণিজ্য আরো বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন নিউজিল্যান্ড কনস্যুলেটের কনসাল জেনারেল রালফ হেইজ। তিনি বলেন, বিশেষ করে স্বাস্থ্য প্রযুক্তি, এনার্জি, টেলিকমিউনিকেশনস, এভিয়েশন, খাদ্য ও কৃষি, ডেইরি এবং মেরিন ট্রান্সপোর্টসহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সরাসরি বিনিয়োগ করতে চাই আমরা।

গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে সফররত নিউজিল্যান্ড বাণিজ্য প্রতিনিধিদল এই আগ্রহের কথা প্রকাশ করেন। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং নিউজিল্যান্ড বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই সহসভাপতি মো. রেজাউল করিম রেজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিউজিল্যান্ডের অনারারি কনসাল নিয়াজ আহমেদ এবং নয়া দিল্লিতে অবস্থিত নিউজিল্যান্ড কনস্যুলেটের কনসাল জেনারেল রালফ হেইজ।

মন্তব্যসাতদিনের সেরা