kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

তিন বছর আগের অবস্থানে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক   

১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবারও মূল্যসূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট কমেছে। এদিন ডিএসই লেনদেনও তলানিতে নেমেছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৩৩ পয়েন্টে, যা গত ৩৯ মাস বা ৭৯১ কর্মদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৬ সালের ৩১ আগস্ট ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৪ হাজার ৫২৬ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬১ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৫ কোটি ২৯ লাখ টাকার, যা আগের কার্যদিবস থেকে ৭৩ কোটি ৭২ লাখ টাকা কম। ডিএসইতে ৩৫৩টি কম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮১৩ পয়েন্টে। সিএসইতে ১২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা