kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

শেয়ারবাজারে সূচকের বড় পতন

নিজস্ব প্রতিবেদক   

৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৫৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৫৮৩ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি এক লাখ টাকার, যা আগের কার্যদিবস থেকে ৮৩ কোটি ৪০ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪৩২ কোটি ৪১ লাখ টাকা। গতকাল ডিএসইতে ৩৫৩টি কম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ২৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৭৯ পয়েন্টে। সিএসইতে ১৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা