kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

আদমজী ইপিজেডে চীনের ৯ মিলিয়ন ডলার বিনিয়োগ

বাণিজ্য ডেস্ক   

৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীনা কম্পানি মেসার্স চেরি বাটন লিমিটেড ৯.১১ মিলিয়ন ডলার বিনিয়োগে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় একটি গার্মেন্টস অ্যাকসেসরিজ উৎপাদনকারী শিল্প স্থাপন করতে যাচ্ছে।

শতভাগ বিদেশি মালিকানাধীন এই কারখানা বার্ষিক ১৪৪০ মিলিয়ন পিস বাটন এবং ৫০ মিলিয়ন পিস জিপার উৎপাদন করবে। ৩৬৬ জন বাংলাদেশি নাগরিক মেসার্স চেরি বাটন লিমিটেডে কর্মসংস্থানের সুযোগ পাবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বীরপ্রতীক, এসপিপি, এনডিসি, পিএসসির উপস্থিতিতে সম্প্রতি বেপজা কমপ্লেক্স, ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও মেসার্স চেরি বাটন লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান এনডিসি এবং মেসার্স চেরি বাটন লিমিটেডের চেয়ারম্যান মিস মা মিয়াওয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন।

মন্তব্যসাতদিনের সেরা